গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১৪:৫৮
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয়েছে আরো ৫ জন।


২৩ আগস্ট, শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া ও গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে শহরের চেচানিয়াকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, গোপালগঞ্জ জেলা শহরের স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত বনিকের ছেলে সুদীপ্ত বনিক (১৮)। অপর নিহত মাইক্রোচালক আলামীন শেখ ( ৪২)। এ রির্পোট লেখা পর্যন্ত তার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। ওসি মো. আনিচুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনায় যাচ্ছিল।


এসময় বিপরিত দিক খুলনা থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হন। এতে মাইক্রেবাসের অপর তিনযাত্রী এবং বাসের দুইযাত্রী আহত হন।


পরে খবর পেয়ে পুলিশ ও ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মারাত্মক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় প্রায় এক ঘণ্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল। অপরদিকে, গত বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দিতে ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুদিপ্ত বনিক নামে মোটরসাইকেল আরোহী এক যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।


বিবার্তা/শান্ত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com