
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রোট্রেন বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রোট্রেন চলাচল করবে না। আগের মতো মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ আছে।
যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এর আগে দুপুর ২টা ২৫ মিনিট থেকে যাত্রীদের নিরাপত্তার শঙ্কায় সাময়িকভাবে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে মেট্রো চলাচল বন্ধ করা হয়। তবে মতিঝিল থেকে আগারগাঁও এবং দিয়াবাড়ি থেকে পল্লবী অংশে মেট্রোরেল চলে।
মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মেট্রোরেলের কোনো ক্ষতি হয়নি। তবে স্টেশন এবং ট্রেনগুলো বিদ্যুৎচালিত বলে যেকোনো দুর্ঘটনা হলে তা বিপর্যয় তৈরি করতে পারে। এ জন্যেই বিকেলের মধ্যে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]