পলাশবাড়ীতে নৈশ প্রহরীকে হত্যা করে ৫ ইজিবাইক চুরি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১৯:০১
পলাশবাড়ীতে নৈশ প্রহরীকে হত্যা করে ৫ ইজিবাইক চুরি
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে নৈশ প্রহরী দুদু মিয়াকে (৬০) শ্বাসরোধে হত্যা করে ৫টি ইজিবাইক চুরি করেছে একটি সংঘবদ্ধ দুর্বৃত্তদের চক্র।


১৩ জুলাই, শনিবার দিবাগত রাতে পৌরশহরের অদূরে গাইবান্ধা সড়কের হাসপাতাল সংলগ্ন জিন্নু মিয়ার মালিকানাধীন অটো চার্জ পয়েন্টে ঘটনাটি ঘটেছে।


থানা পুলিশ, স্থানীয় সূত্রের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের সুঁইগ্রামের জিন্নু মিয়ার মালিকানাধীন অটোরিক্সা-ইজি বাইক চার্জ পয়েন্টের গ্যারেজ থেকে ইতোপূর্বে এবং সম্প্রতি সময় উপর্যুপরি চুরির ঘটনা ঘটতে থাকে। এমন পরিস্থিতিতে গ্যারেজ মালিক নিরাপত্তাসহ চুরিরোধ কল্পে স্থানীয় চাউলকল মিস্ত্রি দুদু মিয়াকে নৈশ প্রহরীর দায়িত্ব দেন। এরপর থেকে বেশ সময় ধরে চুরি বন্ধ হয়ে যায়। কিন্তু শনিবার রাতে আবারো চুরি হয়। গ্যারেজ মালিকের সন্দেহ পূর্বশত্রুতার জের ধরে একটি স্থানীয় চিহ্নিত দুর্বৃত্ত চোরচক্র ১৩ জুলাই, শনিবার দিবাগত গভীররাতে সুযোগ বুঝে ওই গ্যারেজে হত্যার ঘটনা ঘটায়। এসময় সম্ভবত চিনে ফেলায় নৃশংসভাবে শ্বাসরোধ করে দুদু মিয়াকে হত্যা করে।


এদিকে, বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুদু মিয়াকে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুদু মিয়া একই গ্রামের মৃত আমির আলীর ছেলে বলে জানা যায়।


সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান মুঠোফোনে জানান, হত্যা ও চুরি সংঘটিত ঘটনার সাথে জড়িতদের সনাক্তসহ পাকড়াও করতে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করে ওসি জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com