খানসামায় সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০০:৫০
খানসামায় সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


১১ জুলাই, বৃহস্পতিবার ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), খানসামার আয়োজনে উপজেলার পাকেরহাটে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় খানসামা উপজেলার ২৬ জন বিভিন্ন দল,ধর্ম ও লিঙ্গিয় ভিন্নতার অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেন।


কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএফজি খানসামার কো অর্ডিনেটর নরুল হক ও এম্বাসেডর মেরিনা চৌধুরী । কর্মশালায় সহায়ক হিসেবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ইয়ুথ ফেলো তারিফ-উল ইসলাম তানিন ও ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ফিয়াজ শরীফ।


এসময় অংশগ্রহণকারীরা বলেন, ভিন্নভাবে নাগরিকত্ব ও সামাজিক সম্প্রীতির বিষয়ে আমরা জানতে পারলাম। আশা করি আমরা সবাই মিলে নিজ নিজ স্থান থেকে কাজ করলে আমাদের সমাজ ও রাষ্ট্রে সামাজিক সম্প্রীতি নিশ্চিত হবে।


উল্লেখ্য, কর্মশালা ও পিএফজির কার্যক্রম এর অর্থায়নে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্ররাল সিস্টেমের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট কমশালাটি বাস্তবায়ন করে।


বিবার্তা/জামান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com