
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় হাকিমপুর হিলি পৌর শহরের সিপি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন পিপিএম।
গ্রেফতাকৃতরা হলেন- পৌর শহরের ২নং ওয়ার্ড ধরন্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহেল হোসেন (২৮) একই এলাকার আজাদ হোসেনের ছেলে রিপন হোসেন (৩২) ও পৌর শহরের ৩নং ওয়ার্ড উত্তর বাসুদেবপুর এলাকার মনিরুজ্জামান (লাবু) মুন্সির ছেলে কামরুজ্জামান বিশাল (২৫)।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হাকিমপুর হিলি পৌর শহরের সিপি রোড এলাকায় রাজ এন্টারপ্রাইজের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ আটক করতে চাইলে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে।
পরে ডিবি পুলিশ তাদের দেহ তল্লাশী করে মাদকদ্রব্যসহ ৩ জনকে হাতেনাতে আটক করে। এসময় তাদের সাথে থাকা কালো পলিথিনের ব্যাগ ও প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে।
পরে ওই দিন রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহেদুল ইসলাম বাদী হয়ে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এবং আজ বৃহস্পতিবার আটক আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন পিপিএম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম হাকিমপুর হিলি পৌর শহরের সিপি রোড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন আসামিকে গ্রেফতার করেন। পরে হাকিমপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্য এসআই জাহেদুল ইসলাম। আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ আটক আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]