হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১৯:৪৯
হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ফার্মাসি দোকানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


১০ জুলাই, বুধবার বিকেলে উপজেলার হাসপাতাল মোড়, হিলি বাজার ও সিপি মোড়ে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।


এসময় হাসপাতাল মোড়ে তামিম ফার্মেসি, সোহান ফার্মেসি, হিলি সিপি রোডে মা মেডিকেল স্টোর ও হিলি বাজারে সরকার মেডিকেল হল নামের চারটি ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।


এবিষয়ে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে চারটি ওষুধের ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যবহৃত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com