
ঠাকুরগাঁও থেকে হারিয়ে যাওয়া চার মাদরাসার ছাত্রকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। সন্তানদের ফিরে পেয়ে পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবকরা।
বুধবার (১০ জুলাই) চার ছাত্রকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
উদ্ধারকৃত ছাত্ররা হলো- ঠাকুরগাঁও সদরের ফতেপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাদিম ইসলাম (১৫), রানীশংকৈল উপজেলার রাতোর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৪), ফরিংগাদীঘি এলাকার মৃত লিটন আলীর ছেলে রাফিউল আলম (১৪) ও টাংগাবাজ এলাকার আইনুল হকের ছেলে হাবিবুর রহমান (১৩)।
সোমবার (৮ জুলাই) ঠাকুরগাঁও পুলিশের একটি দল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কলাপাগলা এলাকা থেকে তারদের উদ্ধার করেন।
ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার ভবানীপুর কওমি এতিমখানা মাদরাসা থেকে রবিবার (৭ জুলাই) সকালে মাদরাসা থেকে চারজন ছাত্র হারিয়ে যায়। মাদরাসা কর্তৃপক্ষ অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে রানীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি করেন মাদরাসার অধ্যক্ষ মো. রমজান আলী।
চার ছাত্রের নিখোঁজের বিষয়টি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানতে পেরে ছাত্রদের উদ্ধারের জন্য রানীশংকৈল সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ফারুক আহমেদকে নির্দেশ দেয়। বিভিন্ন তথ্য-উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় জানতে পারে নিখোঁজ ছাত্ররা ময়মনসিংহের হালুয়াঘাট থানার কলাপাগলা এলাকায় অবস্থান করছেন। পরবর্তীতে রানীশংকৈল থানার পুলিশের একটি দল গেল সোমবার হালুয়াঘাট থানার সহযোগিতায় ওই স্থানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
উদ্ধারের পর পুলিশ ছাত্রদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, মাদরাসার পড়াশোনা তারা চাপ মনে করে। তাই মাদরাসা থেকে পালিয়ে যায়। পরে পুলিশ মাদরাসা কর্তৃপক্ষের উপস্থিতিতে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
সন্তানদের ফিরে পেয়ে অভিভাবকরা জানান, আমরা অত্যন্ত আনন্দিত। এত মানুষের মাঝে মাত্র দুইদিনেই পুলিশ আমাদের সন্তানদের খুঁজে দেবে ভাবতে পারিনি। কিন্তু পুলিশ খুঁজে বের করে দিয়েছে। এজন্য আমরা ঠাকুরগাঁও পুলিশ ও এসপি স্যারের কাছে কৃতজ্ঞ।
এ বিষয়ে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, রবিবার (৭ জুলাই) রানীশংকৈল থানায় একটি মিসিং ডায়েরি করেন মাদরাসার এক অধ্যক্ষ। পরবর্তীতে বিভিন্ন সূত্র ধরে ওই চার ছাত্রকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কলাপাগলা থেকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধারের পর বাবা-মা কাছে হস্তান্তর করা হয়েছে। চার শিক্ষার্থীকে তার পরিবারের কাছে ফিরে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।
তিনি আরো বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এজন্য মাদরাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের সতর্ক থাকার জন্য পুলিশের পক্ষে থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
বিবার্তা/মিলন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]