
পঞ্চগড়ের তালমা নদীতে নিখোঁজের দুই দিন পর মোস্তাফিজুর (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৯ জুলাই, মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশটি তালমা নদী দিয়ে ভেসে যেতে দেখে নদীর তীরে বালু চড়ে তুলে রেখে পুলিশ ও পরিবারকে খবর দেয়।
নিহত মোস্তাফিজ সদর উপজেলার সদর ইউনিয়নের ফকিরপাড়া এলাকার কবির হোসেনের পুত্র। পেশায় মোস্তাফিজ একজন আনসার সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৭ জুলাই) দুপুরে তালমা নদীতে মাছ ধরতে যায় মোস্তাফিজ। মাছ ধরতে গিয়ে সেও নদীতে ডুবে যায় । নদীতে স্রোত থাকার কারণে ডুবুরি দল ও স্থায়ীনয়রা মরদেহটি শনাক্ত করতে পারছিলেন না। সকালে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দুরে তালমা নদী দিয়ে লাশটি ভেসে যাওয়ার সময় নদীর আশেপাশের স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে গোফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশে বালু চড়ে উঠিয়ে রেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশে উপস্থিতিতে পরিবারের লোকজন মৃতদেহটি শনাক্ত করেন পরিবারের কাছে হস্তান্তর করেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি ।
বিবার্তা/গোফরান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]