মহিমাগঞ্জে এমবিএসএস এর গ্রাহকদের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১৯:০৮
মহিমাগঞ্জে এমবিএসএস এর গ্রাহকদের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ব্যবসায়ী সমবায় সমিতির (এমবিএসএস) এর ১২০০ সদস্যের জমানো সঞ্চয়, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট ও ডিপিএস এর প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।


সম্প্রতি সমিতির ক্যাশিয়ার এনামুল হক বিদেশে পাড়ি জমিয়েছে এবং তার মত সভাপতি আমিনুল এহসান আপেল ও সাধারণ সম্পাদক আ. মতিন আত্মগোপনে থেকে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। যা বন্ধে সমিতির ক্ষতিগ্রস্ত সদস্যদের পক্ষে নবাব আলী শেখ থানায় লিখিত অভিযোগ করেছেন।


জানা গেছে, ২০০৯ সালে মহিমাগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি প্রতিষ্ঠা করে যার রেজি: নং- ২০/২০১৮। এরপর ক্ষুদ্র ঋণ প্রকল্প, ডিপিএস, ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন মেয়াদে আর্থিক লেনদেন শুরু হয়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় ১২০০। তাদের কাছ থেকে সঞ্চয়সহ ২, ৩ ও ৫ বছর মেয়াদি লেনদেনে প্রায় ৩ কোটি টাকার ঊর্ধ্বে হাতিয়ে নেয়।


সাম্প্রতিক সময়ে মেয়াদি জমা সম্পূর্ণ হলে গ্রাহকরা আবেদন করেও তাদের আমানত ফেরত পান না। দেই-দিচ্ছি বলে ইতোমধ্যে সমিতির ক্যাশিয়ার এনামুল হক বিদেশে (সৌদি আরব) পাড়ি জমায়। সম্প্রতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকও আত্মগোপনে থেকে বিদেশে পাড়ি জমানোর পাঁয়তারা করছে বলে লোকমুখে প্রচার পায়। ফলে গ্রাহক হয়রানি ও তাদের জমানো টাকা আত্মসাৎ করছে এমন অভিযোগে গ্রাহকদের মাঝে আশঙ্কা দেখা দিয়েছে।


এদিকে সমিতির সভাপতি আমিনুল এহসান ওরফে আপেল (০১৭২****৫৭০) এবং সাধারণ সম্পাদক আ. মতিন (০১৭২****১২৫; ০১৯৩****৮৪০) এর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে তাদের পাওয়া যায়নি।


অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com