ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১৭:০১
ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী ট্রেনের আগের ১৭০টি আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন হয়েছে।


৮ জুলাই, সোমবার দুপুরে জেলা শহরের চৌরাস্তায় ‌‘বদলে দাও ঠাকুরগাঁও’ এর আয়োজনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য রাখেন- ‘বদলে দাও ঠাকুরগাঁও’ এর প্রধান সমন্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক, যুগ্ম আহ্বায়ক আরমান রহমান শিহাব, অ্যাড. আশিকুর রহমান রিজভী, ক্রিয়া সংগঠক আতিকুর রহমান বিপুসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ে আগেও ট্রেনের বগি পরিবর্তন করা হয়েছে। যার ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। একদিকে যেমন ট্রেনের বগি পরিবর্তন করেছে অন্যদিকে কয়েকদিন আগে আবার ট্রেনের আসন সংখ্যা কমিয়ে আনা হয়েছে। যা আমাদের উত্তরবঙ্গের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ। সকলের দাবি বাংলাদেশের সবচেয়ে দূরত্বের জায়গা ঠাকুরগাঁও ও পঞ্চগড়। তাই এই অঞ্চলে ভালো ও মানসম্পন্ন ট্রেনের পাশাপাশি আসন সংখ্যা বাড়ানো হোক।


বক্তারা আরো বলেন, ট্রেনের আসন সংখ্যা ৬০টি আসন কমানো হয়েছে। আমরা মনে করি আরো আসন সংখ্যা বেশি দিয়ে যদি ভালো মানের বগি দেওয়া হয় তাহলে এই অঞ্চলে মানুষের জন্য অর্থনৈতিক পথ যেমন সুগম হবে অন্যদিকে যাতায়াতের রাস্তাও সুখময় হবে।


অবিলম্বে দাবিগুলো মানা না হলে পরবর্তীতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


বিবার্তা/মিলন/এমবি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com