৫ ঘণ্টা পর শাহবাগে যান চলাচল শুরু
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ২১:০০
৫ ঘণ্টা পর শাহবাগে যান চলাচল শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শাহবাগ ও আশেপাশের এলাকায় যানবাহন চলাচল শুরু হয়েছে। একই সময়ে সাইন্সল্যাব, ইন্টারকন্টিনেন্টালসহ বিভিন্ন সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা চলে যাওয়ায় এসব এলাকায়ও যান চলাচল শুরু হয়েছে।


৭ জুলাই, রবিবার রাত ৮টায় কর্মসূচি ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। এর আগে বিকেল তিনটার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এ সময় দীর্ঘক্ষণ আটকে থাকা গাড়িগুলো নিজ নিজ গন্তব্যে ছুটে যায়। তবে বেশিরভাগ গাড়িই ছিল যাত্রীশূন্য।


এর আগে দুপুর থেকেই শাহবাগসহ গুরুত্বপূর্ণ সকল মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে পুরো ঢাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। পরে রাত আটটায় আগামীকালের কর্মসূচি ঘোষণার মাধ্যমে অবরোধ তুলে নেন তারা।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com