
দিনাজপুরে সরকারি সুবিধাভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
৭ জুলাই, রবিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে এককালীন সহায়তা, সমাজসেবা অধিদফতরের আওতায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের এককালীন সরকারি অনুদানের চেক, ভিক্ষুকদের এককালীন সহায়তা, এতিম খানা শিশুদের ভরণপোষণ এবং গরিব ও অসহায়দের এককালীন অনুদান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) চেক বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম বলেন, মাদকের ভয়াল থাবা একটি সমাজ ও পরিবার ধ্বংস করে দেয়। নতুন প্রজন্মকে মাদক থেকে মুক্ত করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে সবাইকে সহযোগিতা করতে হবে। মাদকের সঙ্গে যারা জড়িত তাদের আস্তানা বন্ধ করে দিতে হবে ’
হুইপ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির শিখরের নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রধানমন্ত্রীর উদ্যোগ বিশ্বে আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘অসহায় ও দরিদ্র মানুষ সব ধরনের ভাতা ও সহযোগিতা পাচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শিক্ষা ও শিশু মৃত্যুহার কমানো এবং দারিদ্র হ্রাসকরণের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শন করতে সক্ষম হয়েছে। শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ ও শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করেছে উপবৃত্তির ব্যবস্থা। তৃণমূল পর্যায়েও দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে। বিদ্যুৎ ও ক্রীড়াঙ্গনেও উন্নয়নের শিখরে উন্নীত হয়েছে। যোগাযোগ খাতে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা দেশের বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, দুস্থ, স্বামী পরিত্যক্তা নারী, শ্রমিক, অসচ্ছল প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীকে ভাতা দিয়ে যাচ্ছেন এবং ভূমিহীন ও আশ্রয়হীনদের বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। যা বিশ্বের কোথায় নেই। বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করে দেখিয়েছে তা অতীতের কোনো সরকার করে দেখাতে পারেনি। উল্টো বিএনপি-জামায়াত সরকার দুর্নীতির মাধ্যমে দেশ ও দেশের মানুষের উন্নয়ন অগ্রযাত্রাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আজ তারা দেশের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
বিবার্তা/ইমি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]