হিলিতে পুষ্টিকর সবজি ও ফল উৎপাদন বাড়াতে মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১৫:৪২
হিলিতে পুষ্টিকর সবজি ও ফল উৎপাদন বাড়াতে মাঠ দিবস অনুষ্ঠিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বারোমাসি পুষ্টিকর, নিরাপদ ও লাভজনক সবজি ও ফল উৎপাদন বাড়াতে কৃষক পর্যায়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


৭ জুলাই, রবিবার দুপুরে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের পাউশগড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।


এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল ইসলাম, খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার রহমান, কৃষক জাহিদুল ইসলাম, আজিজুল ইসলামসহ অনেকে।


মাঠ দিবসে বক্তারা বলেন, বারোমাস বাজারে যাতে শিম, ফুলকপি, বাঁধাকপি, শসা, মিষ্টি কদু ও তরমুজ সহ বেশকিছু সবজি ও ফল পাওয়া যায় সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। তাই সীমান্তবর্তী উপজেলায় এসব ফসলের উৎপাদন বাড়াতে আজকের এ মাঠ দিবস এর আয়োজন।


বিবার্তা/রব্বানী/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com