
পঞ্চগড় পৌরসভায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা। এসময় পঞ্চগড় পৌরসভার পানিবন্দি মানুষের ভোগান্তি লাঘবে পানি নিষ্কাশন জন্য স্থায়ী সমাধান হিসেবে মাস্টার প্ল্যান করে ড্রেন নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।
শনিবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে শুকনো খাবার চিড়া, মুড়ি ও গুড় নিয়ে জলাবদ্ধ কামাতপাড়া, জালাসী হঠাৎপাড়া, ট্রাক টার্মিনাল এলাকার তেলি পাড়াসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পানিবন্দি মানুষের বাড়িতে যান এবং খোঁজ খবর নেন ।
রাতেই পানিবন্দি এলাকার কাউন্সিলর নিয়ে পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা গ্রহণের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি বলেন, বিগত মেয়রদের সময়কালে পঞ্চগড় পৌরসভার পানি নিষ্কাশনের ব্যাপারে কোন মাস্টার প্ল্যান ছিল না। দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনাও ছিল না। অথচ পৌরসভার বুক চিড়ে প্রবাহিত হয়েছে আমাদের আশীর্বাদ করতোয়া নদী। জলাবদ্ধতা নিরসনের কথা চিন্তা করে নদীতেই যদি পৌরসভার পানি প্রবাহ নামানো যেতো তাহলে পৌরসভার সাধারণ মানুষের এই দশা হতো না ।
তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের পানিবন্দি মানুষের সাথেই রয়েছেন। তিনি সব সময় তদারকি করছেন। আমরাও প্রশাসানকে সাথে নিয়ে মাঠে কাজ করছি। পঞ্চগড় পৌরসভার পানিবন্দি মানুষের ভোগান্তি লাঘবে পানি নিষ্কাশনের জন্য স্থায়ী সমাধান হিসেবে মাস্টার প্ল্যান করে ড্রেন নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা করা হবে।
এসময় সংসদ সদস্যের স্ত্রী মেজর (অব.) কাজী মৌসুমি, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার রায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসানাত মো হামিদুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমানসহ পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
বিবার্তা/গোফরান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]