
লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা তিস্তা নদীর স্পার বাধে ধস দেখা দিয়েছে। তাৎক্ষণিক পাউবো থেকে জিও ব্যাগ ফেলে ধস আটকানোর চেষ্টা করা হচ্ছে। তাতেও আতঙ্ক কাটছেনা ভাটি এলাকার হাজারো পরিবারের।
৬ জুলাই, শনিবার বিকেল থেকে তিস্তার পানি বাড়ার সাথে সাথে নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে মহিষখোচা গোবর্ধন ২ নং স্পার বাঁধের সংযোগস্থলে ধস দেখা দিয়েছে। ধীরে ধীরে ধস প্রকট আকার ধারণ করলে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা শুরু হয়।
এতে সাময়িক ভাবে ধস আটকালেও পানি বাড়তে থাকায় শঙ্কা রয়েছে। রাতের মধ্যে বড় ধরনের ধসের আশঙ্কা করছে স্থানীয়রা। এতে করে ভাটিতে থাকা চার থেকে পাঁচ হাজার পরিবার ঝুঁকির মুখে পড়েছে।
এদিকে তিস্তাসহ জেলার নদ নদীর পানি বাড়তে শুরু করায় শঙ্কায় রয়েছে লাখো মানুষ। ধীরে ধীরে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে থাকায় নির্ঘুম রাত কাটছে এসব মানুষের।
সার্বিক বিষয়ে পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, আগামী ২৪ ঘণ্টা এই অঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে। ফলে নিচু এলাকা প্লাবিত হবে। ধস এলাকায় জরুরি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।
বিবার্তা/তমাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]