দুর্গাপুরে সিপিবি'র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১৯:৪৯
দুর্গাপুরে সিপিবি'র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


৬ জুলাই, শনিবার সকালে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুর্নীতি বিরোধী মানববন্ধনে উপজেলা সিপিবি‘র সহ-সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা সিপিবি‘র সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকার,উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম,উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, দেশ এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে। সাবেক সরকারি কর্মকর্তা বেনজীর, আজিজ ও ছাগল কাণ্ডের মতিউরদের অঢেল অবৈধ সম্পদেই তার প্রমাণ মিলে। দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে দেশে আজ ভয়াবহ নৈরাজ্যে পরিণত হয়েছে। প্রতি বছর ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। লুটের টাকার বেশিরভাগই বিদেশে পাচার হচ্ছে।


বক্তারা আরও বলেন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হলে দেশ আরও ভয়াবহ সংকটে পড়বে। ওই সংকট থেকে উত্তরণের জন্য দেশের স্বার্থে সকলকে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানানো হয়।


বিবার্তা/পলাশ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com