
রাজধানীর খিলগাঁও তালতলার একটি বাসা থেকে মাকসুদা আক্তার মুক্তা (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
৬ জুলাই, দুপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে গৃহবধূ মাকসুদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পরে সংবাদ পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, আজ দুপুরের দিকে খবর পেয়ে খিলগাঁওয়ের নয়তলা ভবনের ছয়তলার একটি কক্ষ থেকে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনের প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কনস্টেবল এর মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, মৃতা মাকসুদার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঝগড়ার জের ও পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
বিবার্তা/বুলবুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]