
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরের পানিতে পড়ে মাসুদ রানা (১০) নামে শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালযের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
৪ জুলাই, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের গাছবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মাসুদ ওই এলাকার আব্দুল খালেকের পুত্র। মাসুদ সাঁতার জানতো না বলে পরিবারের সূত্রে জানা গেছে।
ধামোর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পশিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরে মাসুদ রানা। বৈরী আবহাওয়ার কারণে মা পারুল আক্তার মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় ছেলেকে ছাগল নিয়ে বাসায় যেতে বলেন। পরে বাসায় ছাগল রেখে মাসুদ তার বড় চাচাদের নতুন পুকুরে গোসল করতে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হয়।
দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যসহ স্থানীয়রা মাসুদের বড় চাচার সেই পুকুরে নেমে সন্ধান চালান। এক পর্যায়ে পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় তারা মাসুদকে উদ্ধার করে। পরিবারের লোকজন তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারীর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।
বিবার্তা/বিপ্লব/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]