
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রঞ্জু মিয়া (৫৬) নামে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
৩ জুলাই, বুধবার দুপুরের দিকে উপজেলার তুষভাণ্ডার চৌধুরী মোড়ের শ্রুতিধর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জু মিয়া উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের মৃত ভেলু শেখের ছেলে। তিনি স্থানীয় বাজারে সুপারি ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাইসাইকেলযোগে চৌধুরী বাজারে কাজ শেষ করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন রঞ্জু মিয়া। চৌধুরী মোড় শ্রুতিধর এলাকায় এলে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক তার বাইসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]