ডিমলায় দুর্যোগে জরুরি সাড়াদান বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১৯:১৩
ডিমলায় দুর্যোগে জরুরি সাড়াদান বিষয়ক প্রশিক্ষণ
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের (এসওডি) আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


৩০ জুন, রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা’র সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্মসচিব মো. আব্দুল্লাহ আল মামুন।


এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামীমা ইয়াছমিন, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, ওসি (তদন্ত) আব্দুর রহিম, জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সুজন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com