
'মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি' এই স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রমীলা (নারী) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন, শনিবার বিকেলে উপজেলার খানসামা ডিগ্রি কলেজ মাঠে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজউদ্দিন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ওসি মো. মোজাহারুল ইসলাম, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান শাহ হেলালসহ সাংবাদিকবৃন্দ।
উক্ত খেলায় ঠাকুরগাঁও রানিশংকৈল ফুটবল একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে বোদা ফুটবল একাডেমি, পঞ্চগড়।
বিবার্তা/জামান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]