
মাদকদ্রব্যসহ দিনাজপুরের খানসামা উপজেলায় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি পালসার ব্র্যান্ডের ১টি মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশ।
২৯ জুন, শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাবকী ইউনিয়নের দেলগাঁও যুগিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দেলগাঁও যুগীপাড়া এলাকার দুলাল হোসেনের স্ত্রী হালিমা বেগম (৫২) ও তার ছেলে মানিক ইসলাম (২২), ভাবকী এলাকার মৃত আজিজ আলীর পুত্র রোস্তম আলী (২৭) ও বৈরাগী পাড়ার দিলিপ মহন্তের পুত্র গৌতম মহন্ত (১৯)।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ গ্রেফতার ৪ জনকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদক, জুয়াসহ সকল সামাজিক অপরাধ প্রতিরোধ সকল শ্রেণি-পেশার মানুষের সচেতনতা জরুরি।
বিবার্তা/জামান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]