
লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে আরাফাত হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
২৮ জুন, শুক্রবার দুপুরে উপজেলার তুষভান্ডা ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন ওই এলাকার ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে।
জানা গেছে, আরাফাত দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে জমিতে বাধা গরু বাড়িতে নিয়ে আসার সময় বজ্রপাতে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, তুষভান্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি জানিয়েছেন।
বিবার্তা/তমাল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]