ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি পুণরায় মনসুর আলী, সম্পাদক ফিরোজ
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১৯:১৮
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি পুণরায় মনসুর আলী, সম্পাদক ফিরোজ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে পুণরায় নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়া প্রতিনিধি মনসুর আলী, আর সাধারণ সম্পাদক পদে প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার।


বৃহস্পতিবার (২৭ জুন) ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ এর নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার মাসুদ পারভেজ (সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তি মতে, নির্বাচনি তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের তারিখ ছিল ২৬ জুন-২০২৪। উক্ত তারিখে সভাপতি পদে ২জন, সহ-সভপতি পদে একজন, সাধারণ সম্পাদক পদে একজন, সহ-সাধারণ সম্পাদক পদে একজন, অর্থ সম্পাদক পদে একজন, ক্রীড়া সম্পাদক পদে একজন, সাহিত্য প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে একজন, দফতর সম্পাদক পদে ২জন ও নির্বাহী সদস্য পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ জুন সভাপতি পদে একজন ও দফতর সম্পাদক পদে একজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নেন।


মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো পদের বিপরীতে একাধিক বৈধ কোনো মনোনয়নপত্র না থাকায় কমিটির ১১টি পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


নির্বাচতি ১১ সদস্য বিশিষ্ট্য কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে এনটিভি প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, ক্রীড়া সম্পাদক পদে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. আল ফারাবী হাসান নবীন, সাহিত্য প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক আজকের বাংলাদেশ প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, দফতর সম্পাদক পদে ভোরের দর্পণ প্রতিনিধি আসাদুজ্জামান শামীম।


নির্বাহী সদস্যরা হলেন, ১. সিনিয়র সাংবাদিক মো. আব্দুল লতিফ, মাইটিভি প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রোহান ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি মো. শামসুজ্জোহা।


বিবার্তা/বিধান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com