
রাজধানীর খিলগাঁও উত্তর গোরানের একটি সাততলা ভবনের বাথরুম থেকে আরিফা নামে ১২ বছর বয়সী এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৭ জুন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই ) তানিয়া খানম জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও উওর গোড়ানের ৩৩৮/ বি, সাততলা ভবনের বাথরুমের গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদার করি। আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুরের দিকে তাকে মৃত বলে জানান।
গৃহকর্তা লুৎফর রহমানের বরাত দিয়ে তিনি আরো বলেন, মৃত আরিফা গত ২৪ জুন গৃহকর্মী হিসাবে খিলগাঁও গোড়ানের বাসায় কাজে যোগদান করে। আজ সে নিজে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে এটা এখনো জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকায় তার পিতা হাবিবুর রহমান। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]