
কুড়িগ্রামের উলিপুরের সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে ২৬ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। ১৭ জন জীবিত উদ্ধার হলেও এ ঘটনায় এখন পর্যন্ত একজন শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল । আরো ৭ জন নিখোঁজ রয়েছে।
বুধবার(১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উলিপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মো.আব্বাস উদ্দিন বলেন, নৌকাডুবি ঘটনা শোনার পর আমরা উদ্ধারকাজ চালাই। মোট ২৬ জন যাত্রীর মধ্যে শুরুতে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে নিখোঁজ ৮ জনের মধ্যে ১ জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো ৭ জন নিখোঁজ রয়েছে ।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, তিস্তায় প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে । ’নিহত শিশুটির এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলমান।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]