
রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে বসানো ছাগলের হাট উচ্ছেদ করেছে পুলিশ। হাট উচ্ছেদকালে হাসিলের নামে চাঁদা আদায়কারী দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
১৬ জুন, রবিবার সকালে হাটটিতে অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।
জানা গেছে, ইজারা বা অনুমোদন না নিয়ে শুধুমাত্র ক্ষমতাবলে হাটটি বসিয়েছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল। মোহাম্মদপুর টাউন হল বাজারের বিপরীতে লালমাটিয়া ত্রিকোণ পার্কের সামনে বসানো হয়েছিল হাটটি।
অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ভূঞা।
অভিযান প্রসঙ্গে তিনি বলেন, অবৈধভাবে টাউন হলের বিপরীত পাশে ফুটপাত নিয়ে ছাগলের হাট বসানো হয়েছিল। বিষয়টি জানতে পেরে অবৈধভাবে বসানো হাটটি উচ্ছেদ করে দিয়েছি। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, যাতে করে কেউ আবার এখানে ছাগলের হাট বসাতে না পারে।
আটকের বিষয়ে ওসি মাহফুজুর রহমান বলেন, এই ঘটনায় ছাগলের হাটটি থেকে হাসিলসহ পারভেজ আহমেদ ও ফাহিম নামে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]