
কুড়িগ্রামের চিলমারীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের পুরোনো একটি কবরের দেয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
১৫ জুন, শনিবার সকালে ১০ টার দিকে উপজেলা থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম এনামুল হক শাহিন চৌধুরি। তিনি ওই এলাকার মৃত বজলুল হক চৌধুরির ছেলে।
জানা গেছে, গাবেরতল এলাকার নজরুল ইসলাম চাঁন চৌধুরির সঙ্গে পারিবারিকভাবে ৪ শতক জমি নিয়ে বিরোধ চলছিল আপন চাচাতো ভাই শাহিন চৌধুরির সঙ্গে। শাহিন চৌধুরি প্রায় ৬ মাস ধরে নজরুল ইসলাম চাঁনের উঠান দিয়ে চলাচল করতেন। গত মে মাসে তাদের বিরোধকে কেন্দ্র করে এনামুল হক শাহিন চৌধুরির বসতভিটার রাস্তা বন্ধ করে দেন নজরুল ইসলাম (চাঁন)। এ নিয়ে আজ শনিবার বিরোধপূর্ণ জমিতে স্থানীয় এক বাসিন্দার কবরের দেয়াল ভেঙে ফেলেন এনামুল হক।
প্রত্যক্ষদর্শী আবু সাইদ বলেন, সকাল ১০ টার দিকে শাহিন চৌধুরি কয়েকজন লোক নিয়ে কবরের দেয়াল ভেঙে ফেলে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, আমি যাওয়ার পথে লোকজন ভিড় করা অবস্থা দেখে দাঁড়িয়ে জানতে পারি কবরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। এটা আসলে খুব খারাপ কাজ।
অভিযুক্ত এনামুল হক চৌধুরী শাহিন জানান, তিনি কবরের দেয়াল ভেঙে ফেলেননি। অভিযোগটি মিথ্যা।
নজরুল ইসলাম চাঁন জানান, বিশেষ কিছু কারণে এনামুল হক শাহিন প্রায় ৪০ বছর ধরে সে এলাকায় নাই। সে আসার পরে বসতবাড়ি নিয়ে ঝামেলা সৃষ্টি করেন। পারিবারিকভাবে বসে আমরা তাকে চলাচলের জন্য রাস্তা দেয়া হয়। পরে নানা কারণে সেই রাস্তা বন্ধ করে দেই। পরে সে রাস্তার জন্য কবরস্থানের ওয়াল ভেঙে ফেলে। সে এই কাজ কেনো করলো এটার আমি সুবিচার চাই।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/রাফি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]