হাকিমপুরের আলিহাট ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৫:০৪
হাকিমপুরের আলিহাট ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে ৪ হাজার ৭'শ দরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি জনপ্রতি চাল বিতরণ করা হয়েছে।


১৩ জুন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, ট্যাগ অফিসার, ইউপি সচিব ওমর ফারুক, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, সানোয়ার হোসেন লেবুসহ অনেকে উপস্থিত ছিলেন।


উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ বলেন, বর্তমান সরকার গরীব অসহায় ও দুস্থদের সরকার। পবিত্র ঈদুল আজহার আনন্দ সবাই ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এসময় প্রতি জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।


বিবার্তা/রব্বানী/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com