
লালমনিরহাট সদর উপজেলায় পাটক্ষেত থেকে জুনাইদ নামে ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
রবিবার (৯ জুন) রাতে উপজেলার খুনিয়াগাছ এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
জুনাইদ খুনিয়াগাছ এলাকার দুলাল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে গেলে বাড়ির উঠানে খেলা করছিল শিশু জুনাইদ। কিছুক্ষণ পর শিশুটিকে আর পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা পাটক্ষেতে তার মরদেহ দেখতে পায়। রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে নাহিদ (১৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]