
কুড়িগ্রামের চিলমারী সরকারি কলেজ মাঠে অনুমতি ছাড়াই বসানো হয়েছে গরুর হাট। এতে হাটে পশুর বর্জ্যের কারণে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। কোরবানির ঈদ উপলক্ষ্যে প্রতি বছরই এই পশুর হাট বসানো হয়। তবে এটি কতটুকু যুক্তিসঙ্গত প্রশ্ন তুলছেন অনেকেই।
এই হাট যতদিন থাকবে ততদিন মাঠে খেলাধুলা বন্ধ প্রায় হয়ে যায়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেক ক্রীড়া প্রেমিক।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দুপুরের পর কলেজের অফিস কক্ষসহ সব ভবন তালাবদ্ধ ছিলো। মাঠের একাংশজুড়ে বসানো হয়েছে পশুর হাট। আগামী বুধবারেও দিনব্যাপী ওই মাঠে গরুর হাটের আয়োজন করা হবে বলে জানা গেছে।
ইজারাদার মো. নুর আলম বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানকে মৌখিকভাবে বলা হয়েছে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর আবেদন পত্র দিয়েছিলাম তিনি আবেদন গ্রহণ করেছেন।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোত্তালেব সরকার বলেন, ইজারাদার আমাকে আবেদন করেছিল তাকে অনুমতি দেয়া হয়েছে গরুর হাটের। আর এই হাট প্রতিবছরই এই মাঠে হয়। তাছাড়া তাতে সমস্যা কি? উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে হাটের অনুমতি দেয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম জানান, শিক্ষা প্রতিষ্ঠানে হাট বসানো নিষিদ্ধ। তবে এবিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন তারা কেনো অনুমতি দিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম জানান, হাটের বিষয়ে কোন ধরনের কথা হয়নি। তবে আমি বিষয়টি নিয়ে ইজারাদারের সাথে কথা বলবো।
বিবার্তা/রাফি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]