
সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভায় স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঈদুল আজহার আগে স্বল্পমূল্য এই সব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি সাধারণ মানুষের।
৯ জুন, রবিবার সকাল ১১ টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে হাকিমপুর হিলি পৌরসভার ১, ২, ৬ নং ওয়ার্ডের টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন তদারকি অফিসার হাকিমপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন।
এসময় টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রর ডিলার আলমগীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০হাজার ৫শ ৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামিলি কার্ডধারী) মাঝে জুন মাসের ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।
আগামী তিন দিন পর্যায়ক্রমে পৌরসভাসহ তিনটি ইউনিয়নে ১২ টি পয়েন্টে এসব টিসিবি পণ্য বিতরণ করা হবে। নির্ধারিত পয়েন্ট থেকে ফ্যামিলি কার্ডধারীরা টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]