
লালমনিরহাটের হাতীবান্ধায় ৫ম পর্যায়ে ১৩১টি ও সেনাবাহিনীর মাধ্যমে ২টি জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে ৭০টি পরিবারসহ মোট ২০১টি পরিবার পাবেন স্বপ্নের নীড়।
৮ জুন, শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে কনফারেন্স কক্ষে ইউএনও আতিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।
এ সময় ইউএনও আতিকুল ইসলাম জানান, “বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে হাতীবান্ধা উপজেলা প্রশাসন ১ম পর্যায়ে ৪২৮টি, ২য় পর্যায়ে ৩০০টি, ৩য় পর্যায়ে ২১০টি, ৪র্থ পর্যায়ে ২৬৭টি সহ মোট ১২০৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ইতোমধ্যে পুনর্বাসন করা হয়েছে।
উক্ত কনফারেন্সে হাতীবান্ধা পিআইও মাইদুল ইসলাম শাহ্, প্রেসক্লাবের আহ্বায়ক কাজী আলতাব হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিবার্তা/তমাল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]