
স্মার্ট ভূমিসেবা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং অনলাইন সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আগামী ৮ জুন হতে ১৪ জুন সারাদেশে সপ্তাহব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ ২০২৪’ উদ্যাপন করা হবে।
এবারের ভূমিসেবা সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন, বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আতিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসে এ কনফারেন্স আয়োজিত হয়।
সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাব আহ্বায়ক কাজী আলতাব হোসেন, সাবেক সম্পাদক নূরল হক, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, জাহাঙ্গীর আলম রিকো, কাজী শাহ আলম, রবিউল ইসলাম রবি, তমাল কান্তি রায় প্রমুখ।
বিবার্তা/তমাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]