
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন, বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে বিভিন্ন ফেস্টুন নিয়ে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী শব্দ দূষণ রোধে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু সাঈদ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলার চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম সারোয়ার হোসেনসহ পরিবেশ আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
বিবার্তা/বিপ্লব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]