
পঞ্চগড়ে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি (DCLMC) ও শিশুশ্রম নিরসনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন, বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর-দিনাজপুর এই কর্মশালায় আয়োজন করেন। এতে শিশুশ্রমের উপরে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু সাঈদ।
এসময় আঞ্চলিক শ্রম দপ্তর-দিনাজপুর এর পরিচালক ও কর্মশালার সদস্য সচিব মো: আবুল বাসার জানান, শিশুশ্রম নিরসনে জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবহণ সেক্টর, হোটেল, রেস্তোরাঁ, কারখানা বিভিন্ন দোকান মালিকদের অবগত করা হবে। এরপরেও যদি কোনো প্রতিষ্ঠান শিশুশ্রম আইন অমান্য করেন তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর্মশালায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, তথ্য কর্মকর্তা হায়দার আলী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এছাড়াও আঞ্চলিক শ্রম দপ্তর-দিনাজপুর এর শ্রম কর্মকর্তা হুমায়ুন কবির, শহিনুর ইসলাম শ্রম পরিদর্শক সফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]