
দিনাজপুর সদর উপজেলার পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় দিনাজপুর শহরের বাঙ্গীবেচা সেতুর পাশ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত শিশুরা হচ্ছে- বাঙ্গীবেচা এলাকার আকবর আলীর মেয়ে রাফি (৬) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে রাইয়ান (৭)। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাফি ও রাইয়ান বাড়ি থেকে বের হয়ে গোসল করার জন্য বাঙ্গীবেচা এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামেন। এরপর থেকেই তাদের সন্ধান না পাওয়ায় মাইকিং করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঙ্গীবেচা সেতুর পাশ থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]