গঙ্গাচড়ায় ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৯:১৪
গঙ্গাচড়ায় ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরের গঙ্গাচড়ায় বসতঘর থেকে শুকতারা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী মাহাবুব হাসান রাহাত ওরফে বল্টু পলাতক।


৪ জুন, মঙ্গলবার দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রাহ্মণ বালাপাড়া এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যার পিছনে স্বামীর হাত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।


অভিযুক্ত বল্টু আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনছুর আলী সরকারের নাতি। তিনি দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকায় প্রায় ১৬ বছর আগে বিয়ে করেন। তার নবম শ্রেণিতে পড়ুয়া একটি ছেলে সন্তান রয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন বল্টুর মা ও তার ছেলে রংপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনে ছিলেন। আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান বল্টু। দীর্ঘসময় শুকতারাকে না দেখে প্রতিবেশীরা তার ঘরে ঢুকেন। এ সময় ঘরের ভিতরে বিছানায় গলা ও হাতকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী গঙ্গাচড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, শুকতারার গলা ও হাতকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শুকতারার স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।


রংপুরের জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসেন মোহাম্মদ রায়হান বলেন, মধ্যরাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল রহস্য উদ্‌ঘাটন করা যাবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com