গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ২০:৫২
গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবি
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার কামারজানির গোঘাটে অবৈধ বালু উত্তোলন চক্রের বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে মিথ্যা চাঁদাবাজির মামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।


এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার (৩ জুন) দুপুরে গাইবান্ধার ডিবি রোডে তিন ঘন্টাব্যাপী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসুচি পালন করা হয়েছে। গাইবান্ধা প্রতিবাদী সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসুচি পালিত হয়।


সাংবাদিক শফিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, অমিতাভ দাশ হিমুন, জাভেদ হোসেন, ইদ্রিসউজ্জামান মোনা এবং মামলার শিকার মিলন খন্দকার, মো. সুমন মিয়া ও রিয়ন ইসলাম রকিসহ অন্যরা।


বক্তারা বলেন, বালু উত্তোলনের মাধ্যমে ওই এলাকার প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা গত ১৭ ফেব্রুয়ারি তাদের টেলিভিশন ও সংবাদপত্রে বিষয়টি তুলে ধরেন। পরে তাদের নানাভাবে ম্যানেজের চেষ্টা করে বালুখেকোচক্র ও একটি প্রভাবশালী কুচক্রিমহল। তারা রাজি না হলে সংবাদ প্রচারের আড়াই মাস পর গাইবান্ধা থানায় চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়। তারা উচ্চ ও স্থানীয় আদালত থেকে জামিন গ্রহণ করেন। সাংবাদিক নেতৃবৃন্দ এ মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।


ভুক্তভোগী সাংবাদিক মিলন খন্দকার জানান, ওই বালুখেকো চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ২০ লাখ টাকা জরিমানা করে। একজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মামলাও করেন। সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রভাবশালী চক্রকে ম্যানেজ করে মামলাটি দায়ের করা হয়। তিনি ওই চক্রের মুলহোতা মামলার বাদি জাহাঙ্গীর মিয়াসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।


পরে সমাবেশে অংশগ্রহণকারীরা শহরের ব্যস্ততম সড়ক ডিবিরোড প্রায় একঘন্টা অবরোধ করে রাখে। এসময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।


বিবার্তা/খালেক/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com