
নীলফামারীর জলঢাকায় পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময়ে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
৩ জুন, সোমবার ভোরে শহরের বালাগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জলঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাপানী এলাকার আনিছুর রহমানের ছেলে সাফিন (২৩) ও একই এলাকার ওসমান গনির ছেলে জহিরুল ইসলাম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে তারা একটি মোটরসাইকেলে প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর তিনটি পোটলা গিয়া রঙের কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো লাল রঙের প্লাস্টিকের শুতলি দিয়ে পেঁচানো ৫ কেজি গাজা নিয়ে যাচ্ছিলেন। এসময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। দু’জনকে পাঁচ কেজিসহ গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]