
গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জেরে চাঞ্চল্যকর পাপিয়া বেগম (৪৫) হত্যা মামলার তিন আসামিকে আত্মগোপনে থাকা অবস্থায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে র্যাব-১৩ (সিপিসি-৩) গাইবান্ধা ও র্যাব-১১ (সিপিসি-১) নারায়নগঞ্জে যৌথ অভিযানে নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার চরকাশিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
২ জুন, রবিবার সকালে র্যাব-১৩ (সিপিসি-৩) ক্যাম্পের অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে রাব্বি মিয়া (২৬), মো. পাপুল মিয়া (৩০) ও পাপুল মিয়ার স্ত্রী মোছা. ইসমোতারা বেগম (২৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের সাথে ভিকটিম পাপিয়া বেগমের জমি-জমা সংক্রান্ত বিরোধে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮মে আসামিরা পাপিয়াকে ঘটনাস্থলে আক্রমণ করে। এসময় তারা তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড, ধারালো ছোড়া, বাঁশের লাঠি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গলার নিচে ধারালো ছুরি দিয়ে শ্বাসনালি কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা পাপিয়াকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাপিয়ার ভাই মো. আরিফুজ্জামান বাদি হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলার প্রেক্ষিতে র্যাব-১৩ (সিপিসি-৩), গাইবান্ধা ও র্যাব-১১ (সিপিসি-১), নারায়ণগঞ্জ ছায়া তদন্ত আরম্ভ করে এবং নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার চরকাশিপুর এলাকায় শনিবার রাত ১১টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর পাপিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বীকার করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]