‘নদী শাসন-প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে নদী ভাঙন রোধের বিকল্প নেই’
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১৭:৪৯
‘নদী শাসন-প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে নদী ভাঙন রোধের বিকল্প নেই’
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন-প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোন বিকল্প নেই। কারণ ভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে। এতে দেশের অর্থনীতিতে পড়বে বিরূপ প্রভাব।


২ জুন, রবিবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী, সন্নাসীর চর, আনন্দ বাড়ি, পশ্চিম আলগার চর ও জিগাবাড়ী এলাকার সার্বিক উন্নয়ন ও নদী ভাঙন রোধকল্পে জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে ছোট-বড় ৪ থেকে ৫শ টি নদী আছে। কৃষিপ্রধান এদেশের সার্বিক উন্নয়নে আমাদের নদীগুলোকে শাসন করতে হবে। প্রতিরক্ষা বাঁধ তৈরি করে নদীগুলোর পাশে যে সব গ্রাম ও শহর আছে সেগুলোকে রক্ষা করতে হবে।


পাশাপাশি ফুলছড়িবাসী তথা আপনাদেরও রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যেই সরেজমিন আপনাদের অত্র এলাকা পরিদর্শনে এসেছি।


তিনি আরও বলেন, আমি হেলিকপ্টারে এলাকাটি পরিদর্শন করেছি এবং বুঝতে পেরেছি এখানে বাঁধ নির্মাণ প্রয়োজন। আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম শেষে শীঘ্রই এখানে প্রতিরক্ষা বাঁধ তৈরি করা হবে।


সভায় বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ.ল.ম বজলুর রশীদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, পুলিশ সুপার কামাল হোসেন ও জেলা উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে আকাশপথে হেলিকপ্টার যোগে ফুলছড়ির জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com