হাকিমপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১৫:৪৮
হাকিমপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার এর দায়িত্ব গ্রহণ ও বরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


২ জুন, রবিবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভা কক্ষে বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।


সভায় প্রথমে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকদের পরিচয় পর্ব ও পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচছা বিনিময় করে বরণ করে নেন উপজেলা প্রশাসন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, প্রকৌশলী মনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আলোচনা সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন রাজ, যেহেতু হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর তাই এই বন্দরের রাস্তা ঘাটসহ ইউনিয়নে রাস্তাগুলো পাকাকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে। সেই সাথে হিলিবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি হিলি স্টেশনে ট্রেন দাঁড় করনো যেকোন মূল্যে সেটা ব্যবস্থা করা হবে। উপজেলা পরিষদকে পরিস্কার পরিচ্ছন্ন ও আধুনিকভাবে গড়ে তুলতে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।


বিবার্তা/রব্বানী

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com