
নীলফামারীর ডোমারে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাব্বী ইসলাম (২০) নামের এক যুবক।
২ জুন, রবিবার সকালে ডোমার বড় রাউতা মাদরাসা পাড়ার এক আমগাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন আলী।
রাব্বী ইসলাম মাদরাসা পাড়ার নিয়াজ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বী নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে প্রায়ই টাকা নিতেন। এরই ধারাবাহিকতায় আবারও তার মায়ের কাছে টাকা চান। তার মা দিতে না পারলে সে আম গাছে ওঠেন। এসময় তার মা তাকে ডাকা ডাকি করলে সে বলে আম পারার জন্য গাছে উঠেছেন বলে জানান। এরপর সেখানেই গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন।
ওসি আরও বলেন, মায়ের কাছে নেশার টাকা না পেয়ে রাব্বীর পাগলের মত অবস্থা হয়। সকালে গাছ থেকে আম পাড়ার কথা বলে সে গলায় ফাঁস দেয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের কেউ এখনও কোনো অভিযোগ করেনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]