গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে গলা কেটে হত্যা, গ্রেফতার ৩
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১৩:৫৭
গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে গলা কেটে হত্যা, গ্রেফতার ৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পাপিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।


২ জুন, রবিবার সকালে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতার আসামিরা হলেন- পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটা গ্রামের চান মিয়ার ছেলে রাব্বি মিয়া (২৬), পাপুল মিয়া (৩০) ও তার স্ত্রী ইসমোতারা বেগম (২৬)।


হত্যার শিকার পাপিয়া বেগম একই গ্রামের নুরুল হক মাস্টারের মেয়ে ও মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী পাপিয়া বেগমদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৮ মে সকালের দিকে গ্রেফতার আসামিসহ তাদের আরও অনেকে পাপিয়াকে আক্রমণ করে। ছোরা, বাঁশের লাঠি এবং দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে তার গলার নিচে শ্বাসনালি কেটে গুরুতর রক্তাক্ত জখম করে দেয়। এ সময় স্থানীয়রা পাপিয়াকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


এ ঘটনায় নিহত পাপিয়ার ভাই আরিফুজ্জামান বাদী হয়ে হত্যাকারীদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন।


এ মামলায় নামীয় ৮ জন ও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়। তখন থেকে আসামিরা আত্মগোপনে ছিল।


এরই ধারাবাহিকতায় শনিবার (১ জুন) রাতে র‍্যাব-১৩, ও ১১ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন চর কাশিপুর এলাকা থেকে ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়।


র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার আসামিদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com