
রংপুরের উত্তম হাজির হাট থানা এলাকায় ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হয়ে সেফা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২ জুন, রবিবার সকাল সোয়া ৯টায় রংপুর নগরীর হাজির হাট এলাকার হাজির বাজারের সামনে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনীয়া।
সেফা হাজির হাট এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ দিয়ে শিশুটি মুদির দোকানে যাওয়ার পথে ডাম্পার গাড়িটি চাপা দেয়। এতে চাকার নিচে পড়ে পিষ্ট হয় শিশুটি। এসময় এলাকাবাসী গাড়িটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
ওসি রাজিব বসুনীয়া জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ এখনও ঘটনাস্থলেই আছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]