গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুগ্ধ দিবস পালিত
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৯:৩১
গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুগ্ধ দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় দুগ্ধ দিবস উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


১ জুন, শনিবার র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ। দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’।


পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. সহীদুল ইসলাম আকন্দ, ডা. মো. রহমতউন নবী, জেলা খামারি সংগঠনের জেলা সভাপতি প্রতাপ ঘোষ, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, তরুণ কুমার দত্ত প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সুষ্ঠু জাতি গঠনে দুধের কোন বিকল্প নেই। দুধের উৎপাদন, পুষ্টিগুণ, দুগ্ধজাত পণ্য ও দুধের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ দপ্তর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com