
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে, মঙ্গলবার সকালে জেলার ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জামালপুর জেলার উপ-পরিচালক মলয় কুমার সাহা।
এসময় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জামালপুর জেলার সহকারী উপ-পরিচালক আতিউর রহমান ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সদস্য সাংবাদিক ওসমান হারুনী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
‘‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’’ বিতর্ক প্রতিযোগিতার ১ম রাউন্ডে বিজয়ী হয় ইসলামপুর উচ্চ বিদ্যালয় দল।
এছাড়াও ‘‘জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি প্রতিরোধ কোন ক্রমেই সম্ভব নয়’’ বিষয়ে ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় ইসলামপুর জে.জে.কে.এম গালস্ হাইস্কুল এন্ড কলেজ দল।
বিবার্তা/ওসমান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]