পঞ্চগড়ের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১১:০৯
পঞ্চগড়ের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পঞ্চগড়ের তিন উপজেলা তেতুঁলিয়া ,পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার ১৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।


তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে তেতুঁলিয়া উপজেলায় ৫জন, পঞ্চগড় সদর উপজেলায় ৩জন ও আটোয়ারী উপজেলায় দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীরা করেন।


এর মধ্যে তেতুঁলিয়া উপজেলায় নিজাম উদ্দিন খান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৬ হাজার ৮৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । এর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তারুল হক মুকু ঘোড়া প্রতীক পেয়েছেন ১১হাজার ৮৬৬ভোট ।


পঞ্চগড় সদর উপজেলায় শাহনেওয়াজ প্রধান শুভ ঘোড়া প্রতীক নিয়ে ৩১ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৩৮৭ ভোট ।


আটোয়ারী উপজেলায় এ্যাড: আনিসুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ৩০ হাজার ৭৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ ভোট । এই তিন উপজেলার মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ৮ শ ৭৩ জন। এর মধ্যে তেতুঁলিয়া উপজেলায় ১ লক্ষ ৪ হাজার ৮১৪ জন , পঞ্চগড় সদর উপজেলায় ২ লক্ষ ২৬ হাজার ২৯৭ জন ও আটোয়ারী উপজেলায় ১ লক্ষ ১১ হাজার ৭৬২ জন । তিন উপজেলায় মোট নারী ভোটারের সংখ্যা নারী ভোটার ২লক্ষ ২০ হাজার ৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ জন।


তেতুঁলিয়া উপজেলায় ভোট পড়েছে ৫৮ শতাংশ, পঞ্চগড় সদরে ২২ শতাংশ ও আটোয়ারী উপজেলায় ভোট পড়েছে ৫১ শতাংশ ।


বিবার্তা/বিপ্লব/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com