
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ১১ মামলার ডাকাত মো. দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। দেলুকে
কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে ।
৬ মে, সোমবার, ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ নভেম্বর মাধবপুর ইউনিয়নের ভূমি অফিসের বাগানে ডাকাতি প্রস্তুতি মামলায় বেশ কিছু ডাকাত অস্ত্রসহ আটক হয়। এই মামলার সূত্র ধরে ব্যাপক তদন্তে নামে থানা পুলিশ। এরই সূত্র ধরে থানার ওসি এস এম আতিক উল্ল্যাহের নির্দেশে থানার এসআই শান্তনু দেবনাথ সঙ্গীয় ফোর্স রবিবার রাত ২টায় মাধবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য ও ১১ মামলার আসামি দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মৃত আকমত আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৬১) গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সে ডাকাতি মামলায় জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে বলেন, কুখ্যাত ডাকাত দেলু ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানায় ১১ মামলা রয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]